Saturday, July 4, 2020

একাকিত্ব মানে কি জানো?

একাকিত্ব মানে কি জানো?
একাকিত্ব হল, প্রিয়ার পায়ের পায়েলের শব্দ শুনতে না পাওয়া।
একাকিত্ব হল জোনাকির আলোয় মিটিমিটি চোখে চোখ রাখতে না পারে।
একাকিত্ব হল ঝড়ের রাতে ভীতসন্ত্রস্ত হয়ে কাউকে জড়িয়ে ধরতে না পারা।
একাকিত্ব হল এককাপে দুজন ঠোঁট লাগিয়ে চা না খেতে পারা।
একাকিত্ব হল প্রিয়ার হাতের রেশমি চুড়ির শব্দ না পাওয়া।
একাকিত্ব হল কেউ আমার উপর রাগ করে না থাকা।
একাকিত্ব হল শত ব্যার্থতার মধ্যেও বুকে জড়িয়ে না বলা, আরে পাগল কিছু হয়নি আমি ত আছি।

এই একাকিত্ব টা শুধু আমার পিয়া কাছে নেই বলে।

Labels: