Saturday, April 3, 2021

Higher Study of Doctors and Medical Students of Bangladesh

Career Guide for Doctors :ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট দের উচ্চতর ডিগ্রি ও ক্যারিয়ার ভাবনা

বাংলাদেশের চিকিৎসকদের জন্যে উচ্চশিক্ষা


বাংলাদেশে উচ্চতর ডিগ্রি

FCPS: বিসিপিএসের অধীনে এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এগুলো বাংলাদেশের চিকিৎসাবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত। এফসিপিএস পরীক্ষায় দুটি পার্ট—পার্ট-১, পার্ট-২। পার্ট-১ বছরে দুবার অনুষ্ঠিত হয়। পার্ট-১ শেষ করার পর চার বছর ট্রেনিং করে পার্ট-২-এ অংশ নিতে হয়।

MCPS পরীক্ষায় অংশ নেওয়ার জন্য গ্র্যাজুয়েশনের পর অন্তত চার বছর ট্রেনিং সম্পন্ন করে আবেদন করতে হয়। এমসিপিএস পরীক্ষায় ব্রিটেনের এমআরসিপি বা এমআরসিএস পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হয়।
A guide to MCPS degree below the post

MS/MD: এমবিবিএস পাসের দুই বছর পর এমএস বা এমডি করার জন্য আবেদন করতে হয়। বিশেষায়িত সরকারি হাসপাতাল ও প্রথম সারির মেডিকেল কলেজগুলোয় এ কোর্স করা যায়।

MPH: এনআইপিএসওএম, ব্র্যাক ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, এনএসইউ, নর্দান ইউভার্সিটি ও এআইইউবি থেকে এ ডিগ্রি নেওয়া যায়। ডব্লিউএইচওসহ বিভিন্ন এনজিওর চাকরির ক্ষেত্রে এই ডিগ্রিকে অগ্রাধিকার দেওয়া হয়।
এ ছাড়া বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ও চিকিৎসাবিজ্ঞানের মৌলিক বিষয়গুলোতে উচ্চতর শিক্ষার সুযোগ রয়েছে।

বিদেশে উচ্চতর শিক্ষা

USMLE: ইউএসএ তে বিভিন্ন বিষয়ে ডাক্তারি করতে লাইসেন্স পেতে পরীক্ষায় অংশ নিতে হয়। ইউএসএমএলইর তিনটি ধাপ—ধাপ-১, ধাপ-২ (সিকে, সিএস), ধাপ-৩। ধাপ-১, ধাপ-২ (সিকে) পরীক্ষার দুটি কেন্দ্র বাংলাদেশে আছে। ধাপ-২ (সিএস) ও ধাপ-৩-এর পরীক্ষা ইউএসএতে দিতে হয়। তিনটি ধাপ সম্পন্ন করার পর এমডি ডিগ্রি দেওয়া হয়। উল্লেখ্য, শিক্ষানবিশ থাকাকালে আপনি সম্মানী পাবেন।
Medical Book Pdf download and BCS guidelines for Doctors in Bangladesh

AMC: অস্ট্রেলিয়ায় ডাক্তারি করার জন্য এ পরীক্ষায় অংশ নিতে হয়। এ পরীক্ষার দুটি পার্টের মধ্যে প্রথম পার্টের পরীক্ষার কেন্দ্র ভারতে আছে।

PLAB: ব্রিটেনে ডাক্তারি করতে এ পরীক্ষায় অংশ নিতে হয়।

এমআরসিপি বা এফআরসিএস: বিশ্বস্বীকৃত সর্বোচ্চ সম্মানজনক ডিগ্রি। ব্রিটেনের রয়েল কলেজ অব ফিজিশিয়ানস থেকে এ ডিগ্রি দেওয়া হয়। এমআরসিপি বা এফআরসিএসের পরীক্ষার কেন্দ্র বাংলাদেশে আছে।
এ ছাড়া কানাডা (এমসিসি), সৌদি আরব, ইরান, নিউজিল্যান্ডসহ প্রভৃতি দেশে বাংলাদেশি চিকিৎসকেরা উচ্চশিক্ষার পাশাপাশি ডাক্তারি করতেও যাচ্ছেন।
FCPS Syllabus, FCPS/MD /Dilpoma/MPH guidelines 



Labels: , ,

1 Comments:

At April 6, 2021 at 6:33 AM , Blogger Noman Islam Nirob said...

উপরে দেওয়া লিংক থেকে মেডিকেলের প্রয়োজনীয় সব বই ডাউনলোড করে নিন।

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home