Sunday, March 28, 2021

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী -পর্ব ১


সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী – প্রশ্ন ও উত্তর

✬প্রশ্ন: সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তর: পটুয়াখালী।

✬প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
উত্তর: চলন বিল।

✬প্রশ্ন: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর: পঞ্চম তফসিলে।

✬প্রশ্ন: আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।

✬প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
উত্তর: সম্মিলিত প্রয়াস।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তর: নাজমুন আরা সুলতানা।

✬প্রশ্ন: সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?
উত্তর: বেগম রাজিয়া বানু।

✬প্রশ্ন: পদ্মা সেতু কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তর: মুন্সীগঞ্জ ও শরীয়তপুর।

✬প্রশ্ন: বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?
উত্তর: মৌলভীবাজার।

✬প্রশ্ন: রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তর: জাতীয় সংসদের স্পিকার।

✬প্রশ্ন: বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কত দিন?
উত্তর: ৪৬৮২ দিন।

✬প্রশ্ন: বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: রাজারবাগ, ঢাকা।

✬প্রশ্ন: বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর: ১৯৭৪ সালে।

✬প্রশ্ন: মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।

✬প্রশ্ন: আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তর: পার্বত্য রাঙামাটি।

✬প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে?
উত্তর: ফেনী।

✬প্রশ্ন: বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে?
উত্তর: বগুড়ায়।

✬প্রশ্ন: রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?
উত্তর: কক্সবাজার জেলায়।

✬প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তর: ৯০ তম।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে?
উত্তর: জান্নাতুল ফেরদৌস।

✬প্রশ্ন: কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
উত্তর: ১৯৯৭ সালে।

✬প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
উত্তর: গোবিন্দ হালদার।

✬প্রশ্ন: বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
উত্তর: উত্তরাধিকার।

✬প্রশ্ন: বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
উত্তর: কুতুবদিয়া।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি?
উত্তর: কচুবাড়ির কৃষ্টপুর, ঠাকুরগাঁও।

✬প্রশ্ন: ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?
উত্তর: সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?
উত্তর: শিব নারায়ণ দাস।

✬প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয় কয়টি?
উত্তর: ৪টি।

✬প্রশ্ন: বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উত্তর: চার্লস উইলকিনস।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
উত্তর: ৪ মার্চ, ১৯৭২ সালে।

✬প্রশ্ন: ‘জীবন তরী’ কী?
উত্তর: একটি ভাসমান হাসপাতাল।

✬প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উত্তর: উড়ন্ত বলাকা।

✬প্রশ্ন: ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?
উত্তর: বাংলা একাডেমী প্রাঙ্গণে।

✬প্রশ্ন: বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।

✬প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: নওয়াব আবদুল লতিফ।

সুত্রসমুহ

1) https://gkstudybook.com/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%AC%E0%A6%BF-6/

Labels: , ,

Wednesday, March 24, 2021

MBBS result 2020-2021 in Bangladesh

Medical admission test result 2020-2021:MBBS result 2021


Result 2021 will publish as soon as possible, follow the video for see your result. 


MBBS result by www.DGHS.gov.bd.




Labels: , , ,

Monday, March 15, 2021

সাধারণ জ্ঞান সাম্প্রতিক ২০২১

সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ২০২১



১. ২০২১ সালে অনুষ্ঠিতব্য আদমশুমারিতে বাংলাদেশকে সহায়তা করবে-নাসা

২. দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে? ২০২৩ সালে

৩. ছেড়া দ্বিপে মানুষ যাতায়াত নিষিদ্ধ হয়ঃ ২ জানুয়ারী ২০২১

৪. মিয়ানমারে জরুরী অবস্থা ঘোষণা দেয়ঃ ১ ফেব্রুয়ারি ২০২১

৫. মিয়ানমারে জরুরী অবস্থা- ১২ মাসের জন্য।

৬. অং সান সুচি রাজনৈতিক দলের নাম কি?- এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী)।

৭. অং সান সুচি কবে এনএলডি গঠন করেন? – সেপ্টেম্বর, ১৯৮৮ সাল।

৮. মিয়ানমারের সেনা সমর্থিত দল- USDP- union soliderity and development party.

৯. ১৬ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করে’ – ভুটান।

১০. কোন নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘােষণা করা হয়েছে? – হালদা নদী

১১.বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? ৮টি

১২. ১৭ ডিসেম্বর ২০২০ কোন দেশের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়?- মরিশাসের রাজধানী পাের্ট লুইস-এ; সড়কের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট’।

১৩. যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কে?- কমলা হ্যারিস

১৪. বিশ্বের দীর্ঘতম ট্রাস (TruSS) ও গভীরতম পাইলের সেতু কোনটি? -পদ্মা সেতু।

‘১৫. ভাসানচর কোথায় অবস্থিত? -নােয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত।


১৬. ধ্রুবতারা, আকাশতরী, শ্বেতবলাকা ও হংসমিথুন কীসের নাম? -বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি নতুন উড়ােজাহাজের নাম।


১৭. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে? ২৯ নভেম্বর ২০২০; দৈর্ঘ্যঃ ৪.৮ কিমি।


১৮. দীর্ঘ ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে ট্রেন চালু হয় কবে? ১৭ ডিসেম্বর ২০২০।


১৯. ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি?- ‘ন, ডরাই’ ও ‘ফাগুন হাওয়া (যৌথভাবে)।

২০. ৯ ডিসেম্বর ২০২০ বেগম রােকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কী? -আলােকবর্তিকা।

২১. দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে কোথায়? -কক্সবাজারে

২২. তৃতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশ কোন ক্যাবলে যুক্ত হবে? -SEA-ME-WE-6

২৩. ২০২০ সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির ‘হলুদ পদ্ম’ ফুলের নামকরণ করা হয় কী? -গােমতী।

২৪.গােমতী বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম কী? -Nelumbo nucifera gomoti,Bangladesh

২৫. কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য ২০২০ সালে প্রবর্তিত প্রকারের নাম কী?- বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স।

২৬. বাংলাদেশে চাষ করা “অমৃত” নামক আমের জাত কোন দেশের? -ভিয়েতনাম।

২৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (TSC) নকশা করেছিলেন কে?- গ্রিক স্থপতি ২৮. কনস্ট্যান্টিনস এ. ডক্সিয়াডিস (Constantinos A. Doxiadis)


২৯. ২০২০ সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপােরেশন কতটি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়? ৬টি- কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়,শ্যামপুর (রংপুর), রংপুর (গাইবান্ধা) ও সেতাবগঞ্জ (দিনাজপুর) চিনিকল।


৩০. ১৩ ডিসেম্বর ২০২০ দেশের প্রথম ‘থ্রিডি মিউজিক্যাল ফোয়ারা’ উদ্বোধন করা হয় কোথায়? – বরগুনা।


৩১. মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত ?- চট্টগামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায়


৩২. ১ ডিসেম্বর ২০২০ চাঁদে সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশযানের নাম কী? – Change’c-5


৩৩. ৫ ডিসেম্বর ২০২০ প্রথমবার কোনাে গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম কী? – Hayabusa-2।


৩৪. যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী কে? – গ্যাল নরটন


৩৫. যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রী কে? – ডেব হাল্যান্ড।


৩৬. ২০২০ সালে কোন দেশের পার্লামেন্ট ‘তিনটি কৃষি আইন পাশ হলে কৃষক ব্যাপক আন্দোলন শুরু করে? – ভারত


৩৭. ১৪ ডিসেম্বর ২০২০ কোন দেশ ” যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালাে তালিকা থেকে মুক্ত হয়? -সুদান।


৩৮. যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয়ে যায় কবে? ২২ নভেম্বর ২০২০।


৩৯. প্রকাশিতব্য The Presidential Years নামক আত্মজীবনীর লেখক কে?- ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।


৪০. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে? ২৫-৩১ অক্টোবর ২০২১


৪১. মানব উন্নয়ন রিপোর্ট ২০২০ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত? ৪,৯৭৬ মার্কিন ডলার।


৪২. বাংলাদেশের গড় আয়ু কত? ৭২.৬ বছর।


৪৩. সার্কভুক্ত দেশের গড় আয়তে শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ (৭৮.৯ বছর)। :


৪৪. সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটা? – আফগানিস্তান (৬৪.৮ বছর)

Labels: , ,